ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ বারাহীগুনিতে বিষপানে মোহাম্মদ ফারুক (৩৫) নামের এক যুবককে মৃত্যুর ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
শনিবার(১৭ জানুয়ারি) আদালতের নির্দেশে দাগনভূঞা থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।
এর আগে গত সোমবার(১২ জানুয়ারি) তারিখে নিহতের মা নুরের নেহার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবি জাহাঙ্গীর আলম নান্টু ও ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার মেজবাহ উদ্দিন বলেন, শুনানির পর উক্ত আদালতের বিচারক মো: শহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে ৩ কার্যদিবসের মধ্যে এফআইআর করার জন্য দাগনভূঞা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।
নিহতের মা নুরের নেহার বলেন, তার ছেলের স্ত্রী দীর্ঘদিন ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত ছিলেন। বিষয়টি প্রকাশ হলে পারিবারিকভাবে বিরোধ সৃষ্টি হয়।
গত ২০ ডিসেম্বর রাতে অভিযুক্তরা ফারুককে বাড়ি থেকে ডেকে নিয়ে হুমকি দিয়েছিল। পরদিন তাকে মারধর ও শ্বাসরোধ করে অচেতন করা হয় এবং পরে তার মুখে জোরপূর্বক বিষ ঢেলে দেওয়া হয়।
গুরুতর অবস্থায় ফারুককে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ফারুকের ভাই বলেন, গত ২২ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম হাসপাতাল থেকে আমার কাছে খবর আসে আমার ভাই ফারুক মারা গেছে। ২৩ ডিসেম্বর সকাল ৭ টা বাজে আমি হাসপাতালে যাওয়ার পর থানার পুলিশ আমাকে বলেন আপনার ভাইয়ের লাশটা কে নিবে। আমি বলেছি, আমার ভাইয়ের লাশ আমি নিবো। পুলিশ স্বাক্ষর করার জন্য বললে,স্বাক্ষর না করে আমার ভাই ফারুকের স্ত্রী ও তার চাচা শ্বশুরসহ সকলে আমার ভাইয়ের লাশ রেখে ওখান থেকে চলে যায়। ময়নাতদন্ত শেষে আমার ভাইয়ের লাশ নিয়ে আসি।