× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দোহারে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২৬, ১৩:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ঢাকার দোহার উপজেলায় আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম ও পদ-পদবী থেকে পদত্যাগের ঘোষনা দিয়ে এক সংবাদ সম্মেলন করা হয়েছে।  রবিবার বিকেলে  উপজেলার বিলাসপুর ইউনিয়নের খাজার বাজার এলাকায় রাধানগর এলাকার আদেল বেপারীর ছেলে ডা. আজাহার মিয়া, মৃত আব্দুল গনি সিকদারের ছেলে মো. আক্কাস সিকদার ও হাজী সফিউদ্দিন মাদবরের ছেলে মো. আবুল কাসেম এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ডা. আজাহার মিয়া বলেন, আমি বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলাম। বর্তমানে আমি আমার শারিরীক অসুস্থতার জন্য আওয়ামী লীগের সকল প্রকার কার্যকলাপ ও পদপদবী থেকে পদত্যাগ করলাম। যা আজকের এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে অবগত করলাম।

মো. আক্কাস সিকদার বলেন, আমি আওয়ামী লীগের দোহার থানা শাখার সদস্য পদে ছিলাম। আজকের এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সবাইকে অবগত করছি যে আওয়ামী লীগের সকল প্রকার কার্যকলাপ ও পদপদবী থেকে পদত্যাগ করলাম।

মো. আবুল কাসেম বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের দোহার থানা শাখার সাধারণ সদস্য পদে দায়িত্বরত ছিলাম। কিন্তু আমি আমার শারিরীক অসুস্থতার জন্য আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে পদত্যাগ করার সিধান্ত নিলাম। আমার সাথে এ সংগঠনের আর কোনো সংপৃক্ততা রইলো না। যা আজকের এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে সবাইকে অবগত করা হলো।

সংবাদ সম্মেলনে প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে যদি আমাদের কোনো অন্যায় বা ভুলত্রুটি থেকে থাকে, তবে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় বিচার যেন হয়। তবে আমরা যদি নিরপরাধ হয়ে থাকি এবং কোনো অন্যায়, অপরাধের সাথে জড়িত না থেকে থাকি, তাহলে আমাদের যেন কোনো প্রকার হয়রানির শিকার না হতে হয়- এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে সহায়তা চাচ্ছি। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.