× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

মো. আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

১৯ জানুয়ারি ২০২৬, ১৩:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নড়াইলের লোহাগড়ায় অভিযানে বিদেশি পিস্তল সহ শিকদার লিমন(৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 


শনিবার(১৭ জানুয়ারি)  মধ্যরাত থেকে রোববার(১৯ জানুয়ারি) সকাল পর্যন্ত  উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করে নড়াইল সেনা ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশ। 


অভিযুক্ত শিকদার লিমন উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ১১ বছর যাবৎ মালয়েশিয়া  ছিলেন। 


বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায়। 


পুলিশ জানায়, লেহাগড়া উপজেলার ইতনা পশ্চিমপাড়া এলাকার শিকদার লিমন ও শিকদার রিয়াজ নামের আপন দুই সহোদর সন্ত্রাসী কর্যক্রম পরিচালনা উদ্দেশ্যে তাদের বসতবাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছেন-এমন গোয়েন্দা তথ্য পায় নড়াইল সেনাবাহিনী ক্যাম্প। এরপর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ অভিযুক্তদের বাড়িতে শনিবার মধ্য রাতে অভিযান চালায়। এ সময়  যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়। 

পরে অভিযুক্তদের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনের অংশ থেকে একটি বিদেশি ৭২ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ, এছাড়াও বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। লিমন দীর্ঘদিন প্রবাস জীবনে থেকেছেন, তার পার্সপোর্টে ভিসার মেয়াদ থাকায় তার  ব্যবহৃত ৩ টি পাসপোর্ট জব্দ করে যৌথবাহিনী। 


এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভিযুক্তকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.