চট্টগ্রাম প্রায় দুই দশক পর বন্দরনগরী চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ।
চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। আয়োজকদের লক্ষ্য—স্মরণকালের বৃহৎ এই সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটানো।
তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন। তৎকালীন সময়ে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ ২০ বছর পর এবার তিনি ফিরছেন দলের শীর্ষ নেতা তথা চেয়ারম্যান হিসেবে। উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার পর আর কোনো বড় রাজনৈতিক কর্মসূচিতে তাকে চট্টগ্রামে দেখা যায়নি। এদিকে, বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি এই পলোগ্রাউন্ড মাঠে ভাষণ দিয়েছিলেন। উনার ইন্তেকালের পর দলটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে প্রায় ১৪ বছর পর একই মাঠে বক্তব্য দেবেন তারেক রহমান, যাকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলটির নেতারা।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ জানিয়েছেন, তারেক রহমান ২৪ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছাবেন এবং রাতে সেখানেই অবস্থান করবেন। ২৫ জানুয়ারি সকাল ১০টায় পলোগ্রাউন্ড মাঠের জনসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জনদুর্ভোগ এড়াতে দুপুর ১২টার মধ্যেই সমাবেশ শেষ করার পরিকল্পনা রয়েছে দলটির।
নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, "আমাদের চেয়ারম্যান দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে আসছেন। এই খবরে কেবল নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। ২৫ তারিখ পলোগ্রাউন্ড জনসমুদ্রে পরিণত হবে।"
মহাসমাবেশ সফল করতে সোমবার পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সাবেক মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, "এই মহাসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের দৃঢ় অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। সমাবেশের কারণে যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয় এবং শৃঙ্খলা বজায় থাকে, সে বিষয়ে সিটি করপোরেশন ও আয়োজক কমিটি সর্বোচ্চ সতর্ক রয়েছে।"
বন্দরনগরীর এই সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামের প্রতিটি ইউনিটে এখন সাজ সাজ রব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই সফর চট্টগ্রামের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
