নওগাঁর মহাদেবপুর থানায় নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরির ঘটনায় কম্পিউটার, মোবাইল সহ চোরাই মালামাল উদ্ধার এবং কুখ্যাত কিশোর গাংঙ্গের মুলহোতা রাব্বি হোসেনের(১৩)কে সংশ্লিষ্টতার প্রমান পাওয়া তাহাকে গ্রেপ্তার করে পুলিশ ।
মহাদেবপুর থানা সুত্রে জানাযায় বিগত ১৫-০১-২০২৬ তারিখে খাঁপুর পীরগঞ্জ বাজারের ব্যবসায়ী মো সাফিউল করিম রাত আট ঘটিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান নাদিম টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোর তালাবদ্ধ করে বাড়িতে যায় । পরবর্তীদিন সকাল সাত ঘটিকায় প্বার্শবর্তী ব্যবসায়ীদের ফোনের মাধ্যমে জানতে পারে তার দোকানের তালা ভাঙা এবং মালামাল চুরি হয়ে গিয়েছে ।
সাফিউল করিম চুরি সংক্রান্তে মহাদেবপুর থানায় ১৬-০১-২৬ তারিখে একটি অভিযোগ দায়ের করেন এবং চুরির অভিযোগের প্রেক্ষিতে মহাদেবপুর থানায় একটি মামলা( মামলা নং-১৪, ১৬/০১/২৫) রুজু করা হয়। চুরি হয়ে যাওয়ার পরপর এ সংক্রান্ত তথ্য মামলার বাদী পুলিশ সুপার মহোদয়কে মোবাইলে প্রেরণ করেন । মামলা দায়েরের পরপরই পুলিশ সুপারের নির্দেশে মহাদেবপুর থানা টিম সক্রিয় হয়ে ওঠে । পারিপার্শ্বিক পরিস্থিতি সিসি ক্যামেরার ফুটেজ স্থানীয় জনগণকে জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ চলতে থাকে । একই সাথে চলতে থাকে তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ । মামলার তদন্তকালে বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন চোরের শীতে ব্যবহৃত টুপি দিয়ে মুখ আচ্ছাদিত ছবি সংগ্রহ করা সম্ভব হয় । আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে চোর পরিহিত শীতের পোশাক ও টুপির সূত্র ধরে এনায়েতপুরের কালুশহর এলাকার রাব্বি হোসেনের(১৩) সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় ।
রাব্বি হোসেনের বাসায় অভিযান পরিচালনা করে চোরাই পণ্যসহ রাব্বিকে গ্রেফতার করা হয় এবং রাব্বিকে জিজ্ঞাসাবাদে প্বার্শবর্তী এলাকার এক যুবকের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।দেশটার কিছু চোর চোর অত্যন্ত চালাক এবং চতুর স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। পুলিশের জিজ্ঞাসা বাদে প্রাথমিকভাবে সে তার অপরাধ স্বীকার করেছে।
এ বিষয়ে পরবর্তী আইনানুক ব্যবস্থা চলমান রয়েছে । থানা সুত্রে জানায় চুরি হয়ে যাওয়া পণ্যের বিবরণ গুলো হলো,১ স্মার্টফোন - ৫ টি,২ বাটনফোন- ১০ টি,৩ কম্পিউটার - ০১,৪ মোবাইল এক্সেসরিজ,৫ কম্পিউটার এক্সেসরিজসহ, সর্বমোট ২০,৩০০০ টাকার পণ্য, উদ্ধারকৃত পণ্যের বিবরণ,১ কম্পিউটার সিপিইউ-০১, ২ স্মার্টফোন- ০৩ টি, ৩ বাটন ফোন -০৫টি, ৪ সেলফি স্টিক-০১টি, ৫ রিমোট- ১টি, ৬ মোবাইল চার্জার - ৪টি, ৭ মাউসপ্যাড -০১টি, ৮ মাউস কভার -০১টি, ৯ হেডফোন কভার ০১টি, কেবল কভার,০১টি, চার্জার কভার ০২টি,১০ কি-বোর্ড ০১ টি অন্যান্য জব্দকৃত দ্রব্য,সিসিফুটেজে দেখা যাওয়া রাব্বির ব্যবহৃত জ্যাকেট ও শীতের টুপি।