পরিবেশের ভারসাম্য রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ঝিনাইদহের নবগঙ্গা নদীতে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে শহরের ক্যাসেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপ-সহকারী প্রকৌশলী কাজী মহসিন উদ্দিন, পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এ অভিযান চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। আয়োজকরা জানান, শহরের ক্যাসেল ব্রিজ ত্রিমোহনা থেকে চাকলাপাড়া ব্রিজ পর্যন্ত নবগঙ্গা নদীর উভয় তীর পরিষ্কার করা হবে। একই সঙ্গে নদীতে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হবে।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে। নবগঙ্গা নদী ঝিনাইদহ শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নদীকে বাঁচাতে সবাইকে সচেতন হতে হবে।