× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পূর্ব শত্রুতার জেরে জোরপূর্বক বাড়ির ওয়াল ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২৬, ১৪:০৯ পিএম

রংপুরের বদরগঞ্জে জোরপূর্বক একটি বসতবাড়ির ওয়াল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ কোনো ধরনের পূর্ব নোটিশ বা অনুমতি ছাড়াই বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ঘটনা তিনজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী আমজাদ হোসেন। অভিযুক্তরা হলেন, সাজ্জাদ হোসেন (৩৮), মিন্টু মিয়া (৩৫), মোফাজ্জল হোসেন (৬৫)। তারা সকলেই উপজেলার দামোদরপুর ইউনিয়নের মাদারীপাড়া গ্রামের বাসিন্দা।


অভিযোগে আমজাদ হোসেন উল্লেখ করেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বসতবাড়িতে ভোগ দখল করে আসছি। পার্শ্ববর্তী বসবাসকারী মোফাজ্জল হোসেন ও তার দুই ছেলে মিলে বেশি শক্তির জোরে আমার জমিতে প্রবেশ করে দখল করার চেষ্টা করে। বসত বাড়ির প্রাচীর নির্মাণ করি। গত ১৮ই জানুয়ারি সকাল ১১ টার দিকে তারা এসে প্রাচীরের একটি অংশ ভেঙ্গে ফেলে। এতে করে ক্ষতিসাধন হয় এক লাখ টাকা। ওই সময় আমার বাড়ির লোকজন গেলে বিভিন্ন রকম হুমকি ধমকি দিয়ে ঘটনাস্থল থেকে তারা চলে যায়।


ভুক্তভোগী আমজাদ হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান, আমার বাড়ির প্রাচীর তারা কেন এসব ভাঙলো আমি জানিনা। তাদের এখানে কোন জমি নেই। পূর্বে তাদের জমি ছিল তারা জমি বিক্রি করে দিয়েছে। হঠাৎ করে বাবা ও দুই ছেলে এসে আমার প্রাচীরটি ভেঙ্গে দিয়েছে। আমি থানায় অভিযোগ করছি। আমি সুষ্ঠু সমাধানের দাবি জানাই।


এ ঘটনার বিষয়ে মোফাজ্জল হোসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।


বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানান, দামোদরপুর ইউনিয়নে বসত বাড়িতে থাকা একটি প্রাচীর ভাঙ্গার অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.