× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংগাইরে গরু চুরির চেষ্টায় গণপিটুনিতে দুইজন নিহত

মাহমুদুল হাসান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

১৯ জানুয়ারি ২০২৬, ১৪:১৩ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরু চুরির চেষ্টাকালে এলাকাবাসীর গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন পার্শ্ববর্তী দশানী গ্রামের বাসিন্দা মজনু (২৭) ও ছয়আনি গ্রামের বাসিন্দা দীন ইসলাম (২২)।


স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচজনের একটি চোরচক্র ইমামনগর গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দু’জনকে আটক করে গণপিটুনি দেয়।


খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।


সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, নিহতদের মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


থানা পুলিশ জানায়, নিহত দু’জনের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং তারা পুলিশের তালিকাভুক্ত চোর ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.