× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে টমেটোর বাম্পার ফলন: হিমাগার না থাকায় দুশ্চিন্তায় কৃষক

মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২৬, ১৫:০৮ পিএম

লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় চলতি মৌসুমে টমেটোর বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় দিগন্তজোড়া মাঠজুড়ে এখন লাল টমেটোর সমারোহ দেখা যাচ্ছে। তবে ভালো ফলনের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে সংরক্ষণ সংকটে। জেলায় কোনো হিমাগার না থাকায় পচনশীল এই সবজি সংরক্ষণ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় লোকসানের আতঙ্ক ভর করেছে উপকূলীয় এ জেলার প্রান্তিক চাষিদের মনে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লক্ষ্মীপুর সদর উপজেলা, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় বাণিজ্যিকভাবে টমেটোর আবাদ হয়েছে। সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার মাঠ ঘুরে দেখা যায়, চাষিরা গাছ থেকে পাকা টমেটো সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় কৃষক বেলাল ও কাশেম জানান, “এবার ফলন আশাতীত ভালো হয়েছে। কিন্তু সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেশি পড়েছে। টমেটো সংরক্ষণের ব্যবস্থা না থাকলে ন্যায্যমূল্য পাওয়া কঠিন হয়ে যাবে।”
চাষিদের অভিযোগ, টমেটো অত্যন্ত দ্রুত পচনশীল হওয়ায় বেশিদিন ঘরে রেখে বিক্রি করা সম্ভব হচ্ছে না। জেলায় হিমাগার না থাকায় তারা মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে মাঠ থেকেই ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সংরক্ষণের সুযোগ থাকলে বাজার পরিস্থিতি বুঝে বিক্রি করে ন্যায্যমূল্য নিশ্চিত করা যেত বলে মনে করছেন কৃষকেরা।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, “চলতি মৌসুমে টমেটোর ফলন অত্যন্ত সন্তোষজনক। তবে পচনশীল পণ্য সংরক্ষণের ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। কৃষকদের এই সংকট নিরসনে সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে। আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু হলে কৃষকেরা প্রকৃত অর্থে লাভবান হবেন।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.