রংপুরে পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
জানা গেছে, সোমবার সকালে গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-লালমনিরহাট সড়কের কালীগঞ্জ উপজেলার সিরাজুল মার্কেট এলাকায় একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে লালমনিরহাট ডিবি পুলিশ। পিকআপটি দ্রুত গঙ্গাচড়া এলাকায় প্রবেশ করলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। এ সময় চালক ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন।
পরে চালকবিহীন পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৮৮৫ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ও লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, মাদক পাচারকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।