নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাবের) উদ্দ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোমবার (১৯ জানুয়ারী) সকাল ১০ টায় চৌরাস্তা সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বরকত উল্লাহ বুলু
বিশেষ অতিথি নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস,পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচীব মোঃ মাহফুজুল হক আবেদ পৌর বিএনপির সদস্য সচীব মহসিন আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক
জনাব নাজমুল গণি চৌধুরী মান্না,নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহাথির মোঃ ইরকান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ সাইফুল ইসলাম, সভাপতি,ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব)সঞ্চালনায় ছিলেন, জনাব ডাঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক,ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) নোয়াখালী জেলা শাখা।
আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ.