নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার নিতাই গাংবের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নিতাই গাংবের এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জিয়ারুল হক এবং তার ছেলে নবিজুল ইসলাম। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কিশোরগঞ্জ সেনা ক্যাম্প সূত্র জানায়, গভীর রাতে টহলরত অবস্থায় নিতাই গাংবের এলাকার একটি সুপারি বাগানে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নজরে আসে। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন আচরণ লক্ষ্য করলে যৌথ বাহিনী অভিযান জোরদার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিয়ারুল হকের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা এবং ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকেই পিতা জিয়ারুল হক ও তার ছেলে নবিজুল ইসলামকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের এবং জব্দকৃত আলামত কিশোরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
কিশোরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃত পিতা-পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে।”
অভিযানটি কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামাল-এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।