× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরগঞ্জে পৈত্রিক জমি দখল চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

১৯ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পৈত্রিক সূত্রে পাওয়া জমি দখল ও প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েত নগর গ্রামের ভুক্তভোগী হাবিবুর রহমান (৫৫) এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং ঈশ্বরগঞ্জ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, এনায়েত নগর গ্রামের মৃত আশরাফ আলী ফকিরের ছেলে হাবিবুর রহমানের পৈত্রিক সূত্রে পাওয়া ১৬ শতাংশ জমি (দাগ নং- ১১৭৬ ও ১১৭৭) নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযুক্তরা হলেন—একই এলাকার মো. উজ্জ্বল মিয়া (৪৫), মো. রুহুল আমিন (৪৫), মো. জুয়েল মিয়া (৪০) এবং শম্ভু মিয়া (৪৬)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী হাবিবুর রহমানের দাবি, গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে অভিযুক্তরা তার জমিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে এবং তাকে জমিতে যেতে বাধা প্রদান করে। তিনি অভিযোগ করেন যে, অভিযুক্তরা প্রথমে তার কাছে ২০ হাজার টাকা এবং পরবর্তীতে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে ওই জমিতে চাষাবাদ করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

হাবিবুর রহমান বলেন, "আমার কাছে জমির সকল বৈধ কাগজপত্র (দলিল ও বিআরএস) থাকা সত্ত্বেও তারা গায়ের জোরে জমি দখল করতে চায়। আমি আমার জমির গাছ কাটতে গেলেও তারা বাধা দিচ্ছে এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ হামলার হুমকি দিচ্ছে।"

ঘটনার সময় স্থানীয় মো. শাহেদ আলী, শাজাহান, আব্দুল মোতালেব ও আল্লাল উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন এবং তারা এ ঘটনার প্রমাণ দেবেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগী হাবিবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর আবেদন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস পাওয়া গেছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.