বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “এই জিয়াউর রহমানের জন্ম হয়েছিলো বলে ১৯৭১ সালে ২৫ই শে মার্চ যখন দেশ বাংলাদেশ সিধান্তহীনতায় একটা হতাশার মধ্যে অবস্থান করছিলো ঠিক সেই মুহুত্বে জাতির এই ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুর ঘাটে বেতার কেন্দ্রে থেকে ঘোষনা দিয়েছিলে মেজর জিয়া বলছি। এক ঘোষনাতেই বাংলাদেশের লক্ষ কৌটি মানুষ মুক্তিযোদ্ধে ঝাপিয়ে পড়ে ৯ মাস সংগ্রাম যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্টে রূপ লাভ করেছে।”
তিনি আজ সোমবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাবনাপাড়া শহীদ নাজমুল হক সরকারী কলেজ মাঠে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নলডাঙ্গা উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মামুন খান,আহবায়ক কমিটির সদস্য রুপচান,মামুনুর রশিদপিন্টু সহ বিএনপির নেতৃবৃন্দ।