× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে ৪২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ ( নোয়াখালী) প্রতিনিধি -

১৯ জানুয়ারি ২০২৬, ১৭:১৪ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা থেকে শুরু করে কেন্দুরবাগ পর্যন্ত ৪২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সোমবার (১৯ জানুয়ারী) সকাল ১০টায় চৌরাস্তা থেকে এই অভিযান শুরু করে প্রশাসন।


বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনর নেতৃত্বে উক্ত অভিযানের শুরুতেই ব্যবসায়ীদের বক্লেডের মুখে পড়ে প্রশাসন। পরে বক্লেড কর্মসূচির নেতাদের বলেন আমরা সরকারী জায়গার বাহিরে কোন স্থাপনা উচ্ছেদ করবো না। ফোরলেন সড়ক নির্মাণে আপনারা আমাদের সহযোগীতা করেন। পরে সকাল ১১টার দিকে শুরু করে বিকেল ৩ টা পর্যন্ত   অভিযান পরিচালনা  করা হয়। এসময় চৌরাস্তা থেকে শুরু করে কেন্দুরবাগ বাজার পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বের সরকারী জায়গায় অবস্থিত দোকান পাট ও কাঁচা  পাঁকা বসতঘর উচ্চেদ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন নাইমুজ্জামান, ওয়ারেন্ট অফিসার নাছির উদ্দিন, নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকোশলী ফরিদ উদ্দিন, সহকারী সার্ভেয়ারসহ সার্বিক সহযোগীতায় ছিলেন,  সেনাবাহিনী, টহল পুলিশ, গ্রাম পুলিশ, বিদ্যুৎ বিভাগ, ও ফায়ার সার্ভিস।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, হাই ওয়ে রোড বাস্তবায়নের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা বেশ কয়েকদিন থেকে চৌরাস্তা থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া প্রচার প্রচারনা চালিয়ে আসছি। আজ আমরা ৪২০ টি স্থাপনা উচ্ছেদ করি, এবং ধারাবাহিক ভাবে চন্দ্রগঞ্জ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ অবৈধ স্থাপনাকারীদের সরকার ১৯৮২ সালে ভূমির মূল্যের ৩ গুন টাকা দিয়ে সরকার জায়গা গুলো অধিগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.