ছবি: সংগৃহিত
বান্দরবান জেলার দুর্গম রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে তীব্র জনবল সংকট বিরাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) অনুমোদিত পদের সারসংক্ষেপ অনুযায়ী, এ স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০০টি পদ অনুমোদিত থাকলেও এর একটি বড় অংশ এখনো শূন্য রয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ রোগী সেবায় ।
আবাসিক মেডিকেল অফিসার ডা. রুবেল জানান, “এই উপজেলায় বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে আমরা মাত্র দুইজন দায়িত্ব পালন করছি। প্রয়োজনের তুলনায় জনবল অত্যন্ত অপ্রতুল। সীমিত জনবল নিয়ে বিপুল সংখ্যক রোগীর সেবা দেওয়া সত্যিই কঠিন হয়ে পড়েছে।”
সরেজমিনে গিয়ে দেখা যায়, রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল হাসান অফিস কক্ষে উপস্থিত ছিলেন না। পরিসংখ্যান অধিদপ্তরে কর্মরত একটি তথ্যসূত্র জানায়, তাঁর উপর অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব থাকায় বিভিন্ন সভা ও মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকতে পারছেন না। অন্যদিকে, বাগান মালি পদে কর্মরত মংপাই ম্রো-কে অভিজ্ঞতা ছাড়াই জুনিয়র মেকানিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। অথচ জুনিয়র মেকানিক পদে কর্মরত মূল কর্মচারী দয়াল কুমার চাকমাকে ডেপুটেশনে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে, হাসপাতালের ফার্মেসি কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত কর্মরত রিগেল চাকমা ছুটিতে থাকায়, তাঁর পরিবর্তে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী রুতন দাস ফার্মেসি কর্নারে বসে রোগীদের ওষুধ সরবরাহের কাজ করছেন, যা স্বাস্থ্যসেবার মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকার এক কর্মী নাম প্রকাশের অনিচ্ছুক তিনি জানান, আমরা তিন মাসের বেতন পায়নি বলে ও জানান।
এছাড়া সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত মোঃআব্বু মুসা দীর্ঘ কয়েক বছর ধরে স্টোরকিপারে কক্ষে দায়িত্ব পালন করছেন, এক জন নিয়োগ প্রাপ্ত আরিফুল ইসলাম থাকা সত্ত্বেও, আব্বু মুসা নিয়োজিত এলাকা গালেংগ্যা ইউনিয়ন হলেও জনবল সংকটের কারণে তাঁকে ভিন্ন দায়িত্বে রাখা হয়েছে। তার কর্মরত স্থানে না গিয়ে স্টোর কিপারে কক্ষে দায়িত্ব পালন করছেন।
রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল হাসান মোটর ফোনে যোগাযোগ করা করা হলে তিনি জানান রুমা হাসপাতালে ডাক্টার খুবই সংকট, ৫০ শয্য হাসপাতাল নামে থাকলে ও কাজে সেটি দিতে পারছিনা। কারণ জনবল খুবই সংকট আর আমি কয়েক বার মানা করেছি রুতন কে যে ফার্মেসি না বসানোর জন্য আর রুমা হসপিটালের চিকিৎসক সংকট ব্যাপারের সিভিল সার্জন অফিসে এবং বান্দরবান জেলা পরিষদের অফিসে কয়েকবার কথা বলেছি এবং রান্না করা জন্য লোক নাই আমি এক জনকে মজুরি দিয়ে তাসলিমাকে রেখেছি । এবং আমি কাল অফিসে আসব বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অভিযোগ করে বলে, গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য থাকায় হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুর্গম পাহাড়ি এই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সটিই সাধারণ মানুষের একমাত্র ভরসা হলেও পর্যাপ্ত জনবল না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং আমরা ঠিক মতন করে ঔষদ ও পাই না, হাসপাতালে ১টি মাত্র সচল এ্যাবুলেজ সেখানে ও রোগীরা নিয়ে গেলে পরে আসার হাসপাতালে রোগীরা রেফারে সময় জেতে কস্ট হয় মাঝে মধ্য অনেক রোগী পথে মারা যায় বলে জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও শূন্য পদগুলোতে জনবল নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
