× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আব্দুল্লাহ আল মামুন।

১৯ জানুয়ারি ২০২৬, ২০:১০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল তিনটায় জীবননগর মিনি স্টেডিয়াম মাঠে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরটিভির জীবননগর উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা মুনিরা ইসলাম বলেন, শীত মৌসুম আমাদের অনেকের জন্য আরামের হলেও সমাজের দুস্থ ও অসহায় মানুষের জন্য এটি কষ্টের সময়। একটি কম্বল আমাদের কাছে তুচ্ছ মনে হলেও শীতার্ত মানুষের জন্য তা জীবন বাঁচানোর সমান। মানবতার পাশে থাকার লক্ষ্য নিয়েই ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।

তিনি আরও বলেন, সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সুবিধাবঞ্চিত মানুষদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া হয়। বিশেষ করে প্রতিবন্ধী ও অসহায় মানুষদের প্রতি আমাদের দায়িত্ব আরও বেশি। শুধু আজ নয়, ভবিষ্যতেও ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি এ মহৎ কাজে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সংগঠনের স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মন্ডল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, ঝিনাইদহ টেলিভিশন ফোরামের সভাপতি ও আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি বিএম শিপলুজ্জমান, বার্তা২৪.কমের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ এবং সাংবাদিক জাহিদুল ইসলাম কাজল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.