টাঙ্গাইলের ভূঞাপুরে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভূঞাপুর নৌ পুলিশের একটি টিম।
জব্দকৃত এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) যমুনা নদীর যমুনা সেতু সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ভূঞাপুর নৌ পুলিশের ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যমুনা নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
নৌ পুলিশের এই অভিযানে নদী তীরবর্তী এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।