× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলনগরে মেঘনা পাড় থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

মাহমুদুর রহমান মনজু , লক্ষ্মীপুর প্রতিনিধি:

২০ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

ছবি: শ্রমিক ‍নুরুল আলম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিখোঁজের চারদিন পর এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মাতব্বরহাট সংলগ্ন মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকায় একটি ব্লকের নিচে পড়ে থাকা অবস্থায় নুরুল আলম (৩৩) নামের ওই শ্রমিকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত নুরুল আলম কমলনগর উপজেলার চরজগবন্ধু ইউনিয়নের জগবন্ধু গ্রামের জমাদ্দার বাড়ির বশির আহমেদের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মরদেহের বাম পায়ে ও মুখের ডান অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, চারদিন আগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নুরুল আলম। পরে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.