× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে প্রশাসন: ড. সালেহউদ্দিন আহমেদ

মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর:

২০ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম

আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে—এমন আশ্বাস দিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে এবং প্রশাসন কোনো দল বা প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্ব করবে না।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচন পরিচালনায় প্রশাসন থাকবে সম্পূর্ণ প্রভাবমুক্ত। কোনো ধরনের অনিয়ম বা হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা হবে।

তিনি জানান, আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হবে। এ সময় সব ধরনের সভা-সমাবেশ ও প্রচার কার্যক্রম নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা মেনে পরিচালনা করতে হবে।

গণভোট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “১২ ফেব্রুয়ারি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভোট দেবেন। ‘হ্যাঁ’ ভোট নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনবে, যা শেষ পর্যন্ত জনগণের কল্যাণ নিশ্চিত করবে।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ।

এছাড়া সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গ্রাম পুলিশসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.