নীতিমালা অমান্য করে নির্বাচনী প্রচারণা পরিচালনার কারণে নীলফামারী-৪ আসনের জাপা প্রার্থী সিদ্দিকুল আলমের একজন কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, অবৈধভাবে স্থাপন করা প্রতীকটি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জরিমানা প্রাপ্ত ব্যক্তি হলেন মাগুড়া ইউনিয়নের আকালী বেচা পাড়ার আব্দুস সাত্তারের ছেলে মোজাহার হোসেন। সোমবার বিকেলে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেছেন।
মাসুদ রায়হান জানান, মোজাহার হোসেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি-২৫ লঙ্ঘন করেছেন। তিনি প্রচারণার জন্য বরাদ্দকৃত প্রতীকের আগে থেকেই লাঙল প্রতীক দৃশ্যমান স্থানে স্থাপন করেছেন এবং প্রাপ্ত মাপের চেয়ে বড় প্রতীক ব্যবহার করেছেন। আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন এবং মঙ্গলবারের মধ্যে প্রতীকটি সরানোর নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় জাপা প্রার্থী সিদ্দিকুল আলম বলেন, প্রতীক টাঙানোর বিষয়ে তার জানা নেই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানিয়েছেন, আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।