চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরী এফসিএ’র পক্ষ থেকে সীতাকুণ্ড পৌরসভায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বী হিন্দু ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় পৌর সদর মন্দির রোডের গজারিয়া পুকুরপাড় এলাকায় আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।
সীতাকুণ্ড পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু কনকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. মোরছালিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলর সামছুল আলম আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব ছালেহ আহমদ সলু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, বিএনপি নেতা আশরাফ উদ্দিন, ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, সাংগঠনিক সম্পাদক পূজন দে, পৌর পূজা কমিটির সভাপতি সুজন মল্লিক, সাধারণ সম্পাদক পাবন দাশ, নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, রাজিব ধর তমাল, এস কে নাথ শ্যামল, অপু চৌধুরী আকাশ ও বিএনপি নেতা মো. শহিদুল্লাহ।
বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এ দেশের অবিচ্ছেদ্য অংশ—তারা কোনো সংখ্যালঘু নয় এবং সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। অতীত সরকার আমলে তারা নানা ধরনের হয়রানি, নির্যাতন ও সম্পদ লুণ্ঠনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বক্তারা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।