× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২৬, ১৩:৪০ পিএম

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে শহরের উকিলের মোড় এলাকায় জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলা কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে দৈনিক জনবাণী পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জজ আদালতের মাননীয় জিপি ও জাতীয় সাংবাদিক সংস্থার আইনবিষয়ক উপদেষ্টা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা চৌধুরী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান রিনো।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু মুছা ভূইয়া, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান, জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলার সভাপতি আব্দুল মালেকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আলোচনা সভায় বক্তারা দৈনিক জনবাণী পত্রিকার দীর্ঘ ৩৫ বছরের বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনবান্ধব সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। তারা বলেন, গণতন্ত্র ও সমাজ উন্নয়নে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও পত্রিকাটি তার সুনাম ও পেশাদারিত্ব ধরে রেখে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।


অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক রাজা আহমেদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.