অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড: সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সারা দেশে ১২ ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সাথে দেশ পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ সমর্থন জানানোর আহবান জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রত্যেকটি জেলায় ভোটের প্রচারে মানুষকে উদ্বুদ্ধ করতে আমরা যাচ্ছি। এ পর্যন্ত কোথাও ভোট বাতিল করার পরিস্থিতি দেখেনি। এসব গুজব ছড়িয়ে নির্বাচন বানচাল করা যাবে না। ১২ ফেব্রুয়ারি সবার সহযোগিতা থাকলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চায়, জনদরদী ও যোগ্য মানুষ নেতৃত্বে আসুক। যারা কথায় নয়, কাজে নিজেদের প্রমাণ দেবেন।
তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং যে কোন সরকারের এটি করা দায়িত্ব। সে কারণেই সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ফেনী পৌরসভা প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আবদুর রহমান খান।
জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: নবীনেওয়াজ,জেলা সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম। এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ ও ব্যাপক সাধারণ জনগণ অংশ নেন।
এতে ভোটের গাড়ি সুপার ক্যারাভান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।