× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎সবার সহযোগিতা থাকলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে- ফেনীতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি: ‎

২০ জানুয়ারি ২০২৬, ১৩:৫১ পিএম

‎অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড: সালেহউদ্দিন আহমেদ বলেছেন,  সারা দেশে ১২ ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সাথে দেশ পরিবর্তনের জন্য  গণভোটে হ্যাঁ সমর্থন জানানোর আহবান জানান তিনি। 

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রত্যেকটি জেলায় ভোটের প্রচারে মানুষকে উদ্বুদ্ধ করতে আমরা যাচ্ছি। এ পর্যন্ত  কোথাও ভোট বাতিল করার পরিস্থিতি দেখেনি। এসব গুজব ছড়িয়ে নির্বাচন বানচাল করা যাবে না। ১২ ফেব্রুয়ারি সবার সহযোগিতা থাকলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

‎তিনি আরও বলেন,  অন্তর্বর্তীকালীন সরকার চায়, জনদরদী  ও যোগ্য মানুষ নেতৃত্বে আসুক। যারা কথায় নয়,  কাজে নিজেদের প্রমাণ দেবেন। 

‎ তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং যে কোন সরকারের এটি করা দায়িত্ব। সে কারণেই সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন।

‎সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ফেনী পৌরসভা প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার  ও ভোটার উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

‎জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আবদুর রহমান খান।

‎জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো:  নবীনেওয়াজ,জেলা সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম। এতে জেলা প্রশাসনের  ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ ও ব্যাপক সাধারণ জনগণ অংশ নেন।

‎এতে ভোটের গাড়ি সুপার ক্যারাভান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.