জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত ‘গ’ গ্রুপের দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী লাবিবা মোয়াজ্জামা বিনতে হামিদ।
গত সোমবার এ ফলাফল প্রকাশ করা হয়। লাবিবা মোয়াজ্জামা বিনতে হামিদ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সৃজনশীলতা ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখে সে এবার জাতীয় পর্যায়ে প্রথম হয়ে কলেজের সুনাম উজ্জ্বল করেছে।
এর আগেও তার নেতৃত্বে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ জাতীয় পর্যায়ে গৌরব অর্জন করে। ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় কলেজ শাখায় জাতীয় পর্যায়ে দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, “ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের সৃজনশীল কাজে সবসময় উৎসাহ ও সার্বিক সহযোগিতা করে থাকে। লেখা পড়ার পাশাপাশি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের জন্য সহপাঠ্য কার্যক্রমের আয়োজন করে থাকে। লাবিবার এই অর্জন শুধু বড়লেখার জন্য গৌরব বয়ে আনেনি বরং পুরো সিলেট বিভাগের জন্যই গৌরবের।