× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভালুকা গড়ার ঘোষণা ডা. জাহিদুল ইসলামের

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

২০ জানুয়ারি ২০২৬, ১৫:২৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলাম ভালুকাবাসীর উদ্দেশে একটি বার্তা প্রদান করেছেন।  এক বার্তায় তিনি নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে “যুব নাগরিক কমিটি” গঠনের ঘোষণা দেন।


ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনি নিজেও একজন সাধারণ নাগরিক। বাংলাদেশের প্রতিটি এলাকার মতো ভালুকাতেও নাগরিক সেবা নিয়ে মানুষকে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয়। বয়স্ক ভাতা, শিক্ষা উপবৃত্তি, বিভিন্ন সরকারি অনুদান ও প্রণোদনার মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো অনেক সময় কাঙ্ক্ষিতভাবে ও স্বচ্ছ প্রক্রিয়ায় মানুষের কাছে পৌঁছায় না।

তিনি বলেন, সরকারিভাবে উদ্যোগ থাকলেও স্থানীয় পর্যায়ে নানা ধরনের প্রভাব ও হস্তক্ষেপের কারণে সেই সেবাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। আগামী দিনে ভালুকায় কোনো ধরনের প্রভাব বিস্তার বা অনিয়ম থাকবে না, এমন একটি পরিবেশ গড়ে তুলতেই তিনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন বলে উল্লেখ করেন।

ডা. জাহিদুল ইসলাম জানান, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ভালুকায় একটি “যুব নাগরিক কমিটি” গঠনের উদ্যোগ নেওয়া হবে। এই কমিটিতে শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজ, আলেম সমাজ ও নারীদের সমন্বয়ে একটি প্রতিনিধিত্বশীল কাঠামো তৈরি করা হবে। যার মূল উদ্দেশ্য হবে প্রতিটি নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, এই যুব নাগরিক কমিটি সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। প্রতিটি কাজের অগ্রগতি ও সিদ্ধান্ত নিয়মিতভাবে জনগণের সামনে তুলে ধরা হবে, যাতে মানুষ জানতে পারে কী হচ্ছে, কীভাবে হচ্ছে এবং কেন হচ্ছে।

বার্তায় তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই একটি আগামীর ভালুকা গড়ে তোলা সম্ভব। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে তিনি ভালুকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলে এমন একটি ভালুকা গড়ে তুলি, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে মূল হাতিয়ার। তিনি স্লোগান উচ্চারণ করে বলেন, জিতবে এবার শাপলা কলি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.