আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. সাহাদাত হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজার জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ হোসেন।
মতবিনিময় সভায় জেলা কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেন আসন্ন জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সদস্যদের দায়িত্ব ও কর্তব্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আসন্ন নির্বাচনেও অর্পিত দায়িত্ব পালনে আপনাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার পরিচয় দিতে হবে।"
কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানভীর আহমদ এর সার্বিক দিক নির্দেশনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সানজিদা আক্তার।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ। সভায় উপস্থিত সদস্যরা আগামী নির্বাচনে দেশ ও জাতির স্বার্থে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে নিজেদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।