× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে ভাতাভুক্ত আনসার-ভিডিপি সদস্যদের সাথে জেলা কমান্ড্যান্ট এর মতবিনিময়

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

২০ জানুয়ারি ২০২৬, ১৫:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. সাহাদাত হোসেন।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজার জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ হোসেন।


মতবিনিময় সভায় জেলা কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেন আসন্ন জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সদস্যদের দায়িত্ব ও কর্তব্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আসন্ন নির্বাচনেও অর্পিত দায়িত্ব পালনে আপনাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার পরিচয় দিতে হবে।"


কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানভীর আহমদ এর সার্বিক দিক নির্দেশনায় অনুষ্ঠান পরিচালিত হয়।


এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সানজিদা আক্তার। 

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ। সভায় উপস্থিত সদস্যরা আগামী নির্বাচনে দেশ ও জাতির স্বার্থে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে নিজেদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.