অনুমোদনের প্রায় তিন বছর পর আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে আজ বুধবার নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মতবিনিময় সভায় উপাচার্য মোহাম্মদ হাছানাত আলী বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বরণ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকেই ছাত্র ভর্তি ও পাঠদান কার্যক্রম শুরু হবে।
উপাচার্য জানান, প্রাথমিক পর্যায়ে আইন অনুষদের অধীন আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীন হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য অনুষদ ও বিভাগ চালু করার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু একটি বিশ্ববিদ্যালয় চালু করা নয়; বরং মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরি করাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অবকাঠামো, একাডেমিক প্রস্তুতি, পাঠদানের পরিবেশ এবং শিক্ষার মান নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপাচার্য। তিনি জানান, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় একাডেমিক ও প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত হবে এবং শিক্ষার্থীদের রাজধানীমুখী হওয়ার প্রবণতা কিছুটা কমবে।