ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে মৌলভীবাজার-৩ আসনের ভোটের মাঠে। এদিন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও দলের সাবেক জেলা আমীর আব্দুল মান্নান এর মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে তাঁর বাড়ি ঘেরাও করেছেন সমর্থক ও সাধারণ ভোটাররা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকায় জামায়াত প্রার্থীর বাড়ির উঠান সহ চারপাশ ঘেরাও করে রাখে ক্ষোব্ধ জনতা। এক পর্যায়ে সেখানে আসেন জামায়াতের জেলা আমীর ইঞ্জিনিয়ার সাহেদ আলী। তিনিও পরবর্তীতে ক্ষোভের রোষানলে পরে অবরুদ্ধ হয়ে পড়েন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জনতা জামায়াত প্রার্থীর বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।
প্রার্থীতা প্রত্যাহার ঠেকাতে প্রার্থীর বাড়ি ঘোরাও এর বিষয়টি রীতিমতো টক অব দ্যা মৌলভীবাজার হিসেবে পরিণত হয়। এমন ঘটনা ভোটের মাঠে উত্তেজনার পাশাপাশি রীতিমতো ঝর তুলেছে জেলা পুরো রাজনৈতিক অঙ্গণে। বাড়ি ঘোরও এর খবরের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) জামায়াতে ইসলামী নেতৃত্বাধিন ১০ দলীয় জোটের সারা দেশে প্রার্থী ঘোষণা করা হলে মৌলভীবাজার-৩ আসনে জোটের শরিক দল খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজনগর উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমেদ বিলালকে মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য সমঝোতার ভিত্তিতে প্রার্থীতা ঘোষণা করেন জোট নেতৃবৃন্দ। এ খবর প্রকাশ হওয়ার সাথে মৌলভীবাজার-৩ আসনে আগে থেকে মাঠে চষে বেড়ানো জামায়াত প্রার্থী আব্দুল মান্নান এর কর্মী-সমর্থক ও ভোটাররা হতাশ হয়ে পড়েন। তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেন সামাজিক মাধ্যমেও।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা জামাতের সেক্রেটারি ইয়ামির আলী বলেন, মনোনয়ন প্রত্যাহারের জন্য সাধারণ জনগণ অবস্থান নিযেছেন। সেখানে আমাদের নেতৃবৃন্দ তাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন। পাবলিক সেন্টিমেনতো, আমরাও পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি।
ওদিকে জোট মনোনীত খেলাফত মজলিস এর প্রার্থী মাওলানা আহমেদ বিলাল মৌলভীবাজার-৩ আসনে ভোটের মাঠের এমন বৈরি পরিস্থিি তে জামায়াতে ইসলামীর নেতাকর্মী সহ জামায়াত প্রার্থী আব্দুল মান্নান এর কর্মী-সমর্থক ও সাধারণ ভোটরদের প্রতি জোটের ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছেন।
তিনি বলেন, আব্দুল মান্নান ভাই ভোটের মাঠে অনেক কষ্ট করেছেন। তাঁকে কেন্দ্র থেকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়নি, এজন্য তাঁর কর্মী-সমর্থকরা স্বাভাবিকভাবে কষ্ট পাবেন,এগুলো ঠিক হয়ে যাবে। আমাদের দল খেলাফত মজলিস সারা দেশের তৃণমূলে রয়েছে,কিন্তু আমরা মাত্র ১০ আসন পেয়েছি। এর মধ্যে রয়েছে মৌলভীবাজার-৩। স্থানীয় কোন প্রভাবে দেয়া হয়নি, এটা কেন্দ্র সমঝোতা করে দিয়েছে। তিনি বলেন, জোট আমাকে প্রার্থী দিযেছে, এখন ঐক্য বিনষ্ট হলে বিরোধীরা হাসবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
