× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরফ্যাশনে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: উদ্ধারে ফায়ার সার্ভিস

চরফ্যাশন ভোলা প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২৬, ১৬:২২ পিএম

ভোলার চরফ্যাশনে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা প্রথমে আশঙ্কাজনক হলেও বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।


সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন স্টেশন সংলগ্ন ফায়ার সার্ভিস কার্যালয়ের ঠিক সামনে এ দুর্ঘটনা ঘটে।


আহত অটোচালক হলেন চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের বাসিন্দা মন্নান সরদার (৭০)। অপর আহত ব্যক্তি ওসমানগঞ্জ ৭ নম্বর ওয়ার্ডের মোশারফ মোল্লার ছেলে মোহাম্মদ রিফাত (১৯)।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার মধ্যে হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হলে মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাগুলো সড়কের ওপর ছিটকে পড়ে এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন। অন্ধকারের মধ্যে বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ছুটে আসেন।



দুর্ঘটনাটি ফায়ার সার্ভিস স্টেশনের ঠিক সামনে হওয়ায় চরফ্যাশন ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ মনিরুল হকের নেতৃত্বে কর্মীরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। তারা তাৎক্ষণিকভাবে আহত দুইজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে ফায়ার সার্ভিসের  গাড়িতে করে তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।



আহত রিফাত জানান, তারা জনতা বাজার থেকে অটোরিকশাযোগে চরফ্যাশনের দিকে আসছিলেন। ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি দাবি করেন, অটোচালকের অসচেতনতার কারণেই দুর্ঘটনাটি ঘটে।



চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক বলেন, “খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.