বান্দরবান ৩০০ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আবুল কালাম মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা শামিম আরা রিনি কাছে প্রত্যাহারে পত্র জমা দেন জামায়াতে ইসলামী সেক্রেটারি আব্দুল আওয়াল।এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবার এয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী ছাড়া বাকী চারটি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন। ফলে এবারে এয়োদশ নির্বাচনে মাঠে লড়বে জেলা বিএনপি আহ্বায়ক সাচিং প্রু জেরি, এনসিপি প্রার্থী আবু সাঈদ মোঃ সুজাই , জাতীয় পার্টি প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
আগামীকাল সকাল ১১ টায় প্রতীক বরাদ্ধ দেওয়া হবে বলে জেলা রিটানিং অফিসারের কার্যালয় শামীম আরা রিনি তথ্যটি নিশ্চিত করা হয়। তিনি বলেন, জামায়াতের প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। বাকি চারটি দলের প্রার্থীরা এবারে নির্বাচনের অংশ নিচ্ছেন।