পটুয়াখালী-১ আসন থেকে ১০ দলীয় জোট সমার্থিত সংসদ সদস্য প্রার্থী ডা. প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) এর সাথে দশ দলীয় নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার(২০ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলাম দুমকি উপজেলা কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, পটুয়াখালী জেলা জামায়াতের আমির এ্যাড. নাজমুল আহসান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাও. আব্বাস আলী, জেলা আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, জামায়াতে ইসলামী পটুয়াখালী পৌরসভা শাখার আমির মাও.আবুল বাশার, জামায়াত ইসলামী পটুয়াখালী সদর উপজেলা আমির মাও. হাবিবুর রহমান, জামায়াত ইসলাম দুমকি উপজেলা শাখার আমির মাও. জালাল আহমেদ, খেলাফত মজলিস দুমকি উপজেলা শাখার সভাপতি মাও. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাও.আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক নাসির প্রমূখ উপস্থিত ছিলেন।