× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুনারুঘাটে সেনা অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৫টা ৩০ মিনিটে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি)-এর একটি টহল দল দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামে চেকপোস্ট স্থাপনকালে এ অভিযান পরিচালনা করে।


সেনা সূত্র জানায়, চেকপোস্ট চলাকালে হিরণ মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে মাদকসহ সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুনারুঘাট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াকুব আলীর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তবে অভিযানের খবর পেয়ে ইয়াকুব আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পরবর্তীতে সেনাবাহিনী ইয়াকুব আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে তার দুই সহযোগী লিটন মিয়া (৩৩) ও জালাল মিয়া (৩০)-কে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোট ২ কেজি গাঁজা এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার মধ্যে ৩টি স্মার্টফোন রয়েছে।


আটককৃতদের মধ্যে লিটন মিয়ার পিতার নাম মনোয়ার আলী, জালাল মিয়ার পিতা তোয়্যেব আলী এবং হিরণ মিয়ার পিতা সাবু মিয়া।


সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তিবর্গ ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সময়োপযোগী হস্তক্ষেপ ও সমন্বিত প্রচেষ্টার ফলে পুরো অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চুনারুঘাট আর্মি ক্যাম্প। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.