× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণভোটে সরকার নিরপেক্ষ নয়: ডা. বিধান রঞ্জন রায়

নওগাঁ প্রতিনিধি:

২১ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, গণভোটের ক্ষেত্রে সরকার নিরপেক্ষ নয়, বরং একটি পক্ষ নিয়েছে। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য। সে কারণেই সরকার হ্যাঁ-না ভোটের প্রচারণায় নেমেছে এবং ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে।


মঙ্গলবার বিকেলে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে আয়োজন এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


ডা. বিধান রঞ্জন রায় বলেন, এই সরকার একটি বিশেষ সরকার-ছাত্র আন্দোলনের ফসল। জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়ন করাই সরকারের দায়িত্ব। সরকার সংস্কার কার্যক্রম চালাচ্ছে এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। অধ্যাদেশ আকারে নেওয়া আইনগুলো সংসদে পাস না হলে সেগুলো কার্যকর থাকবে না, তাই গণভোটের মাধ্যমে জনসমর্থন প্রয়োজন।


তিনি বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, কাগজে-কলমে সিদ্ধান্ত থাকলেও বাস্তবায়ন হয়নি। সে কারণে জনগণের প্রত্যক্ষ সমর্থন আদায় করতেই সরকার গণভোটের প্রচারণায় নেমেছে।


নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে নিরপেক্ষ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে।


গণভোট ২০২৬, সংসদ নির্বাচন-দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলী।


সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা,গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.