নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের কান ধরে উঠবস করাসহ সূর্যের দিকে চোখ মেলে দীর্ঘদিন তাকিয়ে রাখার অভিযোগ উঠেছে তিন শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এক অভিভাবক ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত শিক্ষরা হলেন- ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু জাফর মো: মোতাসিম বিল্লাহ্, সহকারী শিক্ষক আবুল কাশেম ও মঞ্জুশ্রী রায়। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে ৬ষ্ঠ শ্রেণি ছাত্রী আরাবি ইসলাম ও ৮ম শ্রেণির ছাত্রী আফিফা ইসলামসহ বিভিন্ন শ্রেণির বেশ কয়েকজন ছাত্রীদের জুতার রং সামান্য অমিল রয়েছে(সাদার মধ্যে সামান্য লাল স্টেপ)এমন অজুহাতে একাধিকবার কান ধরে উঠবস করিয়ে ছাত্রীদের চোখ মেলে সূর্যের দিকে দীর্ঘক্ষন তাকিয়ে রেখে অশ্লীল ভাষায় গালাগালিজ করেন অভিযুক্ত তিন শিক্ষক। বিষয়টি জানা জানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।
অভিযোগের বিষয়ে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)আবু জাফর মো: মোতাসিম বিল্লাহ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন,আমি ঘটনার সময় বাথরুমে ছিলাম।বিদ্যালয় চলাকালিন সময়ে বিষয়টি না জানলেও বাসায় ফিরে ঘটনাটি জেনে অভিযুক্ত অপর দুই শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা হাসতে হাসতে ছাত্রীদের সাথে এমনটা করেছেন বলে জানান।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।