বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফেনীতে আগমন উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে শহরের রূপালী কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খান, আবু তালেব,মশিউর রহমান বিপ্লব, গাজী মনির আহমেদ ও শাহানা আক্তার শানু।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এমএ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী,ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর হোসেন মজুমদার, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল , ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু,পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম, দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন,ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, দাগনভূঞা পৌর বিএনপির আহবায়ক শফিকুর রহমান বাবুল,সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু,জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন খোন্দকার,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন,
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন, আগামী ২৫ জানুয়ারি,রবিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফেনীতে আগমনে শহরে পোস্টার ব্যানারে যেন ছেয়ে না যায়। আমরা সুশৃঙ্খল ভাবে সমাবেশটা সফল করতে চাই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন যেন না হয় সেদিকে আমাদের নজর দিতে হবে।
এটি হবে স্মরণকালের একটি সর্ববৃহৎ সমাবেশ।
২০১২ সালে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ঠিক একই স্থানে সমাবেশ হয়েছিল। তখন একটি রাজনৈতিক দল জোটে থাকায় তাদের কর্মীদের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তাই এবার যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর দিতে হবে বলে জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
