× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম

২১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি সুষ্ঠ রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা।

 

মঙ্গলবার  কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড়স্থ গ্রান্ড এসেম্বলী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।


সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী জানান, আমরা জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট কুড়িগ্রাম জেলার ৪ টি সংসদীয় আসনে হা ভোটসহ শান্তিপুর্ণ ভোট চাই। আমরা আশা করি কুড়িগ্রাম জেলার প্রশাসন ১০ দলীয় জোটসহ অন্যান্য জোটের পাশে থেকে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠানে সহযোগীতা করবে।

সুষ্ঠ নির্বাচন হলে কুড়িগ্রামের ৪ টি সংসদীয আসনের মধ্যে একটি আসনও না পেলেও আমাদের কোন আক্ষেপ থাকবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী মো: আনোযারুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারী মো: নিজাম উদ্দিন, সাবেক আমীর আব্দুল মতিনসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মী ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.