নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (২০ জানুয়ারি) কোম্পানীগঞ্জ থানাধীন উরিরচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নোয়াখালী জেলার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এবং ডিএসবি ও ডিআইও-১ নোয়াখালীর আলতাফ হোসেনের সার্বিক সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল হাকিম।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ২টি একনলা বন্দুক, ১টি এলজি এবং ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদগুলো অবৈধ বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশের সূত্রে আরও জানা যায়, এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় অপরাধ সংঘটনের আশঙ্কা ছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ গণমাধ্যমকে জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।