× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজার-৪ আসনে জোটের সমঝোতায় প্রার্থী সরালো জামায়াত, মাঠে থাকছেন ৬ জন

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

২১ জানুয়ারি ২০২৬, ১৪:১৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকাল সাড়ে চারটার পর তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।


বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মাসুক মিয়া।


তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব দুই উপজেলার এমন কোনো গ্রাম নেই যেখানে তিনি যাননি। প্রার্থী হিসেবে তিনি অত্যান্ত যোগ্য এবং ভোটের মাঠে প্রার্থীর পক্ষে ব্যাপক সাড়া পড়েছিল। কিন্তু ১০ দলীয় জোটের ঐক্যের স্বার্থে কেন্দ্রের নির্দেশে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। দলের সার্থে তিনি নিজেকে কোরবানি দিয়েছেন। যদিও নেতাকর্মীরা এতে ব্যথিত হয়েছেন।


উল্লেখ্য, এ আসনে মোট নয় জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।


বৈধ প্রার্থীরা ছিলেন- বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত শেখ নূরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত অ্যাডভোকেট আবুল হাসান ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিপ হোসেন।


মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব জোটের স্বার্থে কেন্দ্রের নির্দেশে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ভোটের মাঠে রইলেন বাকী ছয় প্রার্থী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.