রংপুরের বদরগঞ্জে বসতবাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এসকার আলী নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে ভুক্তভোগী পরিবারের চরম দুর্ভোগে পড়েছে। এ ঘটনায় ৬জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাদিকুল ইসলাম। অভিযুক্তরা হলেন, মোকছেদুল হক(৪৫) রাজিকুল ইসলাম(৪৫), রওশন আলী(৩৬) রউফুল হক (৩৫) রেজাউল করিম (২৫) ও ফজলুল হক (৬৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামালপুর মৌজা ৭ নং ওয়ার্ডের পলি পাড়া গ্রামে।
স্থানীয়দের অভিযোগ, পূর্ব থেকে ব্যবহৃত চলাচলের পথটি কোনো নোটিশ বা আইনি প্রক্রিয়া ছাড়াই মাটি ও বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফলে বাড়ি বের হতে পারছেন না ভুক্তভোগী সাদিকুল ইসলাম। বাড়ি থেকে বের হওয়ার রাস্তা খুলে দেওয়ার জন্য এলাকাবাসী দাবি জানান।
ভুক্তভোগী সাদিকুল ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে। আমি বাড়ি থেকে বের হতে পারছি না। অন্যের জমি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ করার কারণ হচ্ছে আমার ভাই মোকসুদুল হকের সঙ্গে মামলা চলমান আছে। তারেই হুকুমে এসকার আলী এলাকার রওশন আলী, সহ চার পাঁচজন বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ করে দিয়েছে। আমি একটি সুষ্ঠু বিচার চাই। সকালে তাদেরকে একাধিকবার অনুরোধ জানানো হলেও রাস্তা খুলে দেওয়া হয়নি। উল্টো হুমকি দেন তাঁরা। এ ঘটনায় বদরগঞ্জ থানায় আমি লিখিত অভিযোগ করেছি।বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, সকালে এসে দেখি সাদিকুল ইসলামের বাড়ির থেকে বের হওয়ার রাস্তাটি বাঁশ বন্ধ করে দিয়েছে। এটি অমানবিক কাজ হয়েছে। কারো বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করার কারো অধিকার নেই। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠ সমাধান করে দেওয়ার জন্য।
এ বিষয়ে কথা হয় অভিযুক্ত রওশন আলীর সঙ্গে তিনি বলেন, সাদিকুল ইসলাম ও মোকছেদুল ইসলাম ভাই ভাই জমি নিয়ে মামলা রয়েছে। আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি।যাতে তাদের মীমাংসা হয় বলে জানিয়েছেন তিনি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানান, অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।