উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।
সম্মেলন কক্ষে জেলা রির্টানিং অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনিত শাহাজাহান মিঞা(ধানের শীষ), জামায়াত প্রার্থী কেরামত আলী(দাঁঁিড়পাল্লা)’র হাতে প্রতীক তুলে দেন। এরপর চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এসময় জেলা রির্টানিং অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ, সকল প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকদের আচরণ বিধি মেনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সকরের সহযোগিতা চান।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা রইল।