চট্টগ্রামের চন্দনাইশে ২ জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে চট্টগ্রাম-১৪ আসনের বিএনপির প্রার্থী জসিম উদ্দীন আহমদসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭/৮ জন আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি বিএনপি মনোনিত প্রার্থী জসিম উদ্দীন আহমদের বিরুদ্ধে নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয়া জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহকে ১১ জানুয়ারি হুমকি দেয়। এ ব্যাপারে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। দায়ের করার পর থেকে বিভিন্ন অপিরিচিত মোবাইল থেকে প্রাণনাশের হুমকি প্রদান করতে থাকে। তার ধারাবাহিকতায় গত ১৭ জানুয়ারি রাতে পটিয়া থেকে হাসনাত আবদুল্লাহ ও মাঈন উদ্দীন বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বদুরপাড়া সংলগ্ন এলপিজি গ্যাস পাম্পের পাশে ব্রিজের উপর তাদেরকে অটো রিকসা থেকে নামিয়ে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহ (২২) ও তার সহযোদ্ধা মাঈন উদ্দীন (২১) কে হত্যার উদ্দেশে ছুরিকাঘাত করে গুরতর আহত করে।
তাদেরকে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে হাসনাত আবদুল্লাহ বাদি হয়ে চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমদকে প্রধান আসামী, তার প্রধান সমন্বয়কারী এম.এ হাশেম রাজু, ওসমান গণি, আবিদুল ইসলামসহ ৪ জনের নাম উল্লেখ করে ৭/৮ জন অজ্ঞাতনামা আসামী দিয়ে অভিযোগ দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ খাঁন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান।