× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলের দুটি সংসদীয় আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

২১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন ও নড়াইল-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টির প্রার্থী এবং স্বতন্ত্রসহ মোট ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুস ছালাম প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।


জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুল আজিজ (হাতপাখা প্রতীক), জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা (লাঙ্গল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস প্রতীক), লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস, এম, সাজ্জাদ হোসেন (ফুটবল প্রতীক) এবং সুকেশ সাহা আনন্দ (ঘোড়া প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এছাড়া নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা প্রতীক), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল প্রতীক), গণঅধিকার পরিষদ (জিওপি) লায়ন নুর ইসলাম (ট্রাক প্রতীক) বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মো.শোয়েব আলী (ছড়ি প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম (কলস প্রতীক) ও ফরিদা ইয়াসমিন (জাহাজ প্রতীক) নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিক বরাদ্দের পর ধানের শীষ প্রতীকের পক্ষে নড়াইলের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকেরা নড়াইল রিটানিং অফিসারের কার্যালয়ের সামনে মুহুমুহু স্লোগানে প্রকম্পিত করে তোলে। 

এদিকে একই আসনের স্বতন্ত্র প্রার্থী কলস প্রতিকের প্রার্থীর পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.