× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

মো. আল আমীন,সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

২১ জানুয়ারি ২০২৬, ১৬:৫২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ নেওয়া কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মনির হোসেন (৩৫) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানাধীন দুধঘাটা মৌজার জেএল নং আরএস-২৩৬, খতিয়ান নং-৩৪৮, নামজারি ১০৭২, জোত নং-১০৭১ ও আরএস দাগ নং-২৬৪ এর অন্তর্ভুক্ত মোট ৩০ শতাংশ নাল জমির মধ্যে ৭ শতাংশ জমি মো. মনির হোসেনের পৈত্রিক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবার শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগদখল করে আসছেন।


সম্প্রতি আল মোস্তফা গ্রুপ পার্শ্ববর্তী জমি ক্রয় করার পর থেকেই ভুক্তভোগীর মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগকারীর দাবি।

ভুক্তভোগী জানান, জমিতে কাজ করতে গেলে আল মোস্তফা গ্রুপের পক্ষ নেওয়া দুধঘাটা গ্রামের ফজলু ভূইয়া (৪৫), পিতা- মৃত রমিজ উদ্দিন ভূইয়া, থানা সোনারগাঁসহ অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে। উল্লেখ্য বিগত আওয়ামী লীগ সময়ে প্রভাবশালী চেয়ারম্যান মাসুমের ছায়ায় অনেকের কৃষি জমি ও বসতভিটা দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এমনকি রাস্তা-ঘাটেও তাকে ও তার পরিবারের সদস্যদের জমি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ১৫ জানুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী জমিতে কাজ করার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে অনধিকার প্রবেশ করে। তারা কাজে বাধা দেয়, অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারধরের চেষ্টা চালায়। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও অভিযুক্তরা ভবিষ্যতে যেকোনো মূল্যে জমি দখল করে নেবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগীর আশঙ্কা, জমি দখলকে কেন্দ্র করে যেকোনো সময় এলাকায় অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি আইনের আশ্রয় গ্রহণ করেছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.