× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকগঞ্জে ভোটের মাঠে নামলেন প্রার্থীরা, সম্পন্ন হলো প্রতীক বরাদ্দ

মানিকগঞ্জ প্রতিনিধি

২১ জানুয়ারি ২০২৬, ১৬:৫৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ জেলার সকল সংসদীয় আসনের বৈধ প্রার্থীদের নিয়ে প্রতীক বরাদ্দ ও আচরণবিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ ২১ জানুয়ারি ২০২৬ ইং জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, মানিকগঞ্জের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় মানিকগঞ্জ জেলার ১৬৫, ১৬৬, ১৬৭ ও ১৭০ নম্বর সংসদীয় আসনের বৈধ প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। এ সময় দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ধানের শীষ, নৌকা, লাঙ্গল, ট্রাক, বাইসাইকেল, হাতপাখা, রিকশা, দেওয়াল ঘড়ি, মোরগসহ বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


এসময় প্রার্থীদের “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫” সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও প্রার্থীদের সতর্ক করা হয়।


সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা। তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোট যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সকল প্রার্থীকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।


সভা শেষে প্রতিটি সংসদীয় আসনের প্রার্থীদের স্বাক্ষরের মাধ্যমে প্রতীক বরাদ্দের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.