আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৯ জন প্রার্থী। বুধবার (২১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এস. এম. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত চারটি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণার আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, লক্ষ্মীপুরের চারটি আসনে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৩৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে বর্তমানে নির্বাচনী মাঠে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ জন প্রার্থী। এদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জেএসডি, বাসদ, এনসিপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বিকভাবে কাজ করছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ায় প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটাধিকার প্রয়োগে আগ্রহ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররাও। তবে গণভোট নিয়ে ভোটারদের মধ্যে এখনো মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।