মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে বৈধ ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের সঙ্গে নির্বাচনসংক্রান্ত আচরণবিধি নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন। এ সময় প্রার্থীরা নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
মানিকগঞ্জ–১
এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস. এ জিন্নাহ কবির ধানের শীষ প্রতীক পেয়েছেন। জামায়াতে ইসলামী মনোনীত আবুবকর সিদ্দিক পেয়েছেন দাঁড়িপাল্লা। গণ অধিকার পরিষদের মোহাম্মদ ইলিয়াছ হুছাইন ট্রাক, জনতার দলের মোহাম্মদ শাহজাহান খান কলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খোরশেদ আলম হাতপাখা প্রতীক পেয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক পেয়েছেন ঘোড়া প্রতীক।
মানিকগঞ্জ–২
এই আসনে জাতীয় পার্টির এস. এম আব্দুল মান্নান লাঙল প্রতীক পেয়েছেন। বিএনপি মনোনীত মঈনুল ইসলাম খান পেয়েছেন ধানের শীষ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী হাতপাখা এবং খেলাফত মজলিসের মো. সালাউদ্দিন পেয়েছেন দেয়ালঘড়ি প্রতীক।
মানিকগঞ্জ–৩
মানিকগঞ্জ–৩ আসনে বিএনপি মনোনীত আফরোজা খানম ধানের শীষ প্রতীক পেয়েছেন। জাতীয় পার্টির আবুল বাশার বাদশা পেয়েছেন লাঙল। স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন সূর্যমুখী প্রতীক। খেলাফত মজলিসের মুহাম্মদ সাঈদ নূর রিকশা, জাতীয় পার্টি (জেপি) মনোনীত মোয়াজ্জেম হোসেন খান মজলিস বাইসাইকেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সামসুদ্দিন হাতপাখা প্রতীক পেয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা ফুটবল, জাসদের মো. শাহজাহান আলী মোটরগাড়ি (কার) এবং স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হলো।