জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ কাঠালিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে উপজেলার দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী উম্মে রুম্মান লিনতা।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সম্মানিত সভাপতি ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মকবুল হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মু. আনোয়ার আজীমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ যাচাই-বাছাই করে তাকে মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত করেছেন।
লিনত উপজেলার দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ক্লাশ রোল: ০১। তার পিতা মোঃ জাকির হোসেন দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার সুপার ও কাঠালিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ।