× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেহেরপুরে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন

মো. আব্দুল্লাহ আল মামুন (মফস্বল এডিটর)

২১ জানুয়ারি ২০২৬, ১৯:১২ পিএম । আপডেটঃ ২১ জানুয়ারি ২০২৬, ১৯:১৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মেহেরপুরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ভোটের রিকশা’ নামক বিশেষ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

​আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার রায়।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ও গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করাই ‘ভোটের রিকশা’র মূল লক্ষ্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”

​তিনি আরও জানান, আজ থেকেই জেলার তিনটি উপজেলায় এই প্রচার কার্যক্রম ছড়িয়ে পড়বে। ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের গুরুত্ব, ভোটারদের করণীয়-বর্জনীয় এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এই রিকশাগুলো গ্রাম-গঞ্জ, হাট-বাজার এবং পাড়া-মহল্লায় প্রচার চালাবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.